
ছবি সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রেসার মাপতে বের হন ইউপি সদস্য কাজল মিয়া। এসময় একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস তার গতিরোধ করে। বিপদ বুঝতে পেরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। একইসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
হামলার পর তার বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।
এই ঘটনার প্রতিবাদে কাজল মিয়ার অনুসারী ও সমর্থকরা রাত ৮টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি সদস্য কাজল মিয়া দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তার ওপর বারবার হামলা করা হচ্ছে। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আমার ওপর একাধিকবার হামলার চেষ্টা চালানো হয়েছে। আজও প্রেসার মাপতে যাওয়ার সময় একটি কালো গাড়ি গতিরোধ করলে আমি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যাই। এরপর দুর্বৃত্তরা আমার বাড়ির ওয়ালে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।"
আশিক