ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

একতরফা পানি উত্তোলন, হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে অভিযান

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২২:১৭, ৪ এপ্রিল ২০২৫

একতরফা পানি উত্তোলন, হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে অভিযান

ছবি: সংগৃহীত

৪ এপ্রিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালিত ফটিকছড়ি বারোমাসিয়া সেচ প্রকল্প হতে পানির দিক পরিবর্তন করে একতরফা পানি উত্তোলনের কারণে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতির অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে চারটি পয়েন্টে খালের উজানে পানির স্বাভাবিক গতিকে বাধাগ্রস্থ করে একতরফা পানির পাম্প দিয়ে মিনিটে প্রায় ১২০০ লিটার পানি উত্তোলন করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পানির ডাইভারশন বন্ধ করে দেওয়া হয় এবং পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানের সময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, ভুজপুর থানার পুলিশ সদস্যবৃন্দ, সেচ প্রকল্পের উপকার ভোগী কৃষকগণও উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে পুনরায় একতরফা পানি উত্তোলনের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত মামলা দায়ের করার অনুরোধ জানানো হয়। 

আসিফ

×