
বরুন্দী ঈদগাহের জন্য জমি ওয়াক্ফর দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্দী ঈদগাহের জমি ওয়াকফা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা বুরুন্দী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও বুরুন্দী তিন তারা জামে মসজিদসহ এলাকাবাসীর আয়োজনে বুরুন্দী ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুরুন্দী তিন তারা জামে মসজিদ কমিটি সভাপতি হাজী আবু হানিফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বুরুন্দী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি নাজিম উদ্দিন, একই কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী কবির হোসেন ভূইয়া, বুরুন্দী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী সাফিজ্জামান প্রধান, সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আলমগীর প্রধান, বুরুন্দী তিন তারা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী জাকির হোসেন বিল্পব সরকার, সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, সাহাগ নূর, বুরুদী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক নাসির ভূইয়া, একই কমিটির অর্থ সম্পাদক হাজী মোস্তাকিম মাছুম, সহ-সাধারণ সম্পাদক হাজী মহসিন প্রধানসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহের জমি নিয়ে কোনোরকম তামাশা বরদাশত করা হবে না। গ্রামবাসী ঈদগাহের জন্য টাকা দিয়েছে সেই অনুযায়ী এই জমি ঈদগাহ হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। এই জমি শুধু বুরুন্দী ঈদগাহ হিসেবেই ব্যবহার হবে। আমরা কোনো বিরোধ চাই না।
আমরা শান্তি চাই। আমরা কাউকে নিয়ে কটাক্ষ করতে চাই না। সমাজিকভাবেই ফয়সালা হোক। এই জমি ঈদগাহ হিসেবে সরকারি খাতায় নাম উঠেছে বেশ কয়েকবার সরকারি অনুদানও নেওয়া হয়েছে এখন কেন এত টালবাহানা আর নাটক শুরু হয়েছে।