ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক কুপিয়েছে স্বামী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৪৯, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৮, ৪ এপ্রিল ২০২৫

নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে বেধড়ক কুপিয়েছে স্বামী

ছবিঃ সংগৃহীত

নেশার টাকা না পেয়ে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় কোপের আঘাত রয়েছে। পাষন্ড স্বামী সাঈদ মৃধা এমন নৃশংস বর্বরতা চালিয়েছে তিন সন্তানের জননী স্ত্রীর ওপর। শুক্রবার দুপুরে কলাপাড়ার পার্শ্ববর্তী আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামটি কলাপাড়া উপজেলা লাগোয়া। দুপুরে অর্ধচেতন অবস্থায় পলি বেগমকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।
ভিকটিম পলি বেগমের বোনের ছেলে মনিরুল জানায়, তার খালু সাঈদ মৃধা নেশাগ্রস্ত একজন মানুষ। সংসারের বহু টাকাপয়সা তিনি নষ্ট করেছেন। আজ শুক্রবার নেশার টাকার জন্য প্রথমে তার খালা পলি বেগমকে মারধর করেন। এক পর্যায়ে দাও দিয়ে বেধড়ক কোপাতে থাকে। কোপের আঘাতে ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় কোপের আঘাত রয়েছে। 
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মারিয়া

×