ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করলেন শামা ওবায়েদ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৩০, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩০, ৪ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করলেন শামা ওবায়েদ

ছবিঃ সংগৃহীত

সালথায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করেন তিনি। এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আহত বিএনপি নেতাকর্মীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের বাড়িঘর মেরামতের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি এই ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।

মারিয়া

×