
ছবি: সংগৃহীত
নেত্রকোনা শহরের আরামবাগ এলাকার বাসায় ঢুকে মাজেদা আক্তার (৬৩) নামে এক বৃদ্ধাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে শহরের ছোটবাজার এলাকা থেকে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও সাউন বিন তোহা ওরফে আব্দুল্লাহ (১৫) নামের ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।
রাজীব কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে। আর আব্দুল্লাহ্ জেলা সদরের ছোটবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া তরুণরা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের হেফাজত থেকে মাজেদা আক্তারের কাছ থেকে লুট করে নেয়া একটি স্মার্টফোন এবং সাত হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাজেদা আক্তার জেলা তথ্য অফিসের সাবেক কর্মচারী আরজান আলীর স্ত্রী। আরজান আলী মারা যাওয়ার পর থেকে তিনি বাসায় একা থাকতেন। তার তিন মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে।
গত ২১ মার্চ সন্ধ্যায় জেলা শহরের আরামবাগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ মাজেদা আক্তারের লাশ উদ্ধার করে। ঘটনার সময় তার বাসা থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্ট ফোনসহ দুটি মোবাইল ফোন ও কানের দুল খোয়া যায়। ঘটনার চারদিন পর অজ্ঞাত সংখ্যক আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়। এর পরপরই পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। সে মোতাবেক জেলা গোয়েন্দা পুলিশ ও নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি যৌথ দল কয়েকদিন আগে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মাজেদা আক্তারের কাছ থেকে লুট হওয়া স্মার্টফোনটি উদ্ধার করে। পরে এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ ও রাজীব নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার দুই তরুণকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
আসিফ