ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

মতলবে ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মতলব উত্তর, চাঁদপুর

প্রকাশিত: ১৭:৪৮, ৪ এপ্রিল ২০২৫

মতলবে ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধান ক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শরীফ নারায়নপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ থানা পুলিশ ও প্রতক্ষ্যদর্শি সূত্র জানা যায়, একই গ্রামের মিজান মুন্সি তার ধান ক্ষেতের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধানক্ষেতে পানি দিতে গেলে শ্যালোচালিত শরীফ বিদ্যুৎপৃষ্ঠ হয়। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফের বাবা আরশাদ আলী বলেন, মিজানের ধান ক্ষেতে শ্যালো মেশিনে পানি দেওয়ার জন্য আমার ছেলে শরীফের সাথে চুক্তি হয়। পরে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে গেলে আমার ছেলে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। ধান ক্ষেতের মালিক মিজান৷ তার ধান ক্ষেতে বিদ্যুৎ এর ফাঁদ পেতে আমার ছেলেকে কেন মৃত্যু ঘটালেন। সে কেন বলে নি তার জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। আমার ছেলে মাত্র ৭ মাস আগে বিয়ে করেছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমম্মেদ জানান, নিহত শরীফ এর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

আসিফ

×