
নালিতাবাড়ীতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার ইন্তেকাল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে উত্তর পলাশীকুড়াস্থ তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৪ স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুবকর সিদ্দিক নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী ও পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি খালিদ সাইফুল্লাহসহ এলাকার সর্বস্তরের জনগণ। এসময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কানন