
মুকসুদপুর কাশিয়ানী এলাকার রাজনীতিতে বিএনপিকে আঁতুড়ঘর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুলে মজবুত স্থানে দাঁড় করিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।তিনি পরিণত হয়েছেন গরীব-দুঃখী মানুষের আস্থার ঠিকানায়।দলের প্রতিটি সংগ্রামে তার নেতৃত্বে এসেছে নতুন প্রাণ।
এই নিবেদিত প্রাণ নেতা বিএনপির দুঃসময়ে তার নেতৃত্বে বরং দিনকে দিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শত কষ্টের মাঝেও দলকে আগলে রেখেছেন।
মুকসুদপুর কাশিয়ানী এলাকার মাটি ও মানুষের সেবক, জননেতা সেলিমুজ্জামান সেলিম। তিনি শুধু একজন নেতাই নন, গরীব-দুঃখী মানুষের আস্থার প্রতীক, সমাজসেবার অনন্য উদাহরণ। তার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে মমত্ববোধ, আর কর্মে ফুটে ওঠে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়।
তিনি একজন আপোষহীন যোদ্ধা, যিনি অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সদাসংগ্রামশীল। তিনি, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড, যিনি দলের প্রতিটি সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি একজন কর্মীবান্ধব নেতা, যার স্পর্শে সাধারণ কর্মীও অনুভব করে নিজের মূল্য। তার নেতৃত্বে বিএনপির সংগঠন পেয়েছে নতুন গতি, নতুন প্রাণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি তার দক্ষতা, নিষ্ঠা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
তার হাত ধরেই গড়ে উঠবে সুন্দর আগামী। এই প্রত্যাশা, মুকসুদপুর-কাশিয়ানী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
আফরোজা