
ছবি: সংগৃহীত।
বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ১১ই এপ্রিল স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে একটি বিশেষ কনসার্ট প্রোগ্রাম আয়োজন করা হবে। এই "স্বাধীনতা কনসার্ট" অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গান, কৃষ্টি এবং সংস্কৃতিকে সামনে আনা হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "এই মুহূর্তে আমাদের দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা, এবং এই কনসার্টের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত করতে চাই।" তিনি আরো জানান যে, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের নানা শ্রেণীর মানুষ, সহায়তা করবেন বিশিষ্ট ব্যক্তিরা, এবং প্রোগ্রামে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
এছাড়া, কনসার্টের আয়োজন দেশের চারটি বড় বিভাগে—খুলনা, রাজশাহী, বগুড়া, ঢাকা এবং চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় কনসার্টে অংশ নিবে বিখ্যাত ব্যান্ড 'মাইলস', 'সোলস', 'আর্ক', 'লালন', 'অ্যাশেজ', 'সাবকনশাস', 'বে অব বেঙ্গল', 'তীরন্দাজ', 'মেট্রিকেল' ও 'নাটাই'।
এ্যানি আরও জানান, কনসার্টটি পুরোপুরি দেশীয় গান ও সংস্কৃতিকে প্রাধান্য দেবে এবং কোনও বিদেশী গান বা ভাষা (যেমন হিন্দি বা উর্দু) এখানে ব্যবহৃত হবে না। তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি, গান ও দেশপ্রেমের প্রতি আরও বেশি সংযুক্ত করা।"
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি সকলকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সুন্দরভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
নুসরাত