
বগুড়ার শেরপুর উপজেলার মিনি জাফলং হিসেবে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদাত হোসেন বগুড়ার ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। ঈদের ছুটিতে সাদাত তার নানার বাড়ি সুত্রাপুরে বেড়াতে এসেছিল। সাদাতের নানা মোখলেসুর রহমান জানান, সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে সে মিনি জাফলং এলাকায় গোসল করতে যায়। পানিতে নামার কিছুক্ষণ পরই পা পিছলে পড়ে নদীর গভীর স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাদাতকে উদ্ধার করে। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাদাত সাঁতার জানতো না। অল্প পানিতে নেমে পা পিছলে যাওয়ায় হঠাৎ করে গভীর পানির স্রোতে তলিয়ে যায় সে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আফরোজা