ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ১১:৪০, ৪ এপ্রিল ২০২৫

বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের মির্জাপুরে কৌশলে নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন শরীফ মাহমুদ সান নামের ছাত্রলীগের এক নেতা। পরে স্থানীয়দের চাপে মুচলেকা ও দেনমোহরের ১৮ লাখ টাকার চেক দিয়ে তিনি মুক্তি পান।

জানা গেছে, শরীফ মাহমুদ মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শরীফ মাহমুদের। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয় এবং কাবিন সম্পন্ন হয়। তবে এরই মধ্যে শরীফ অন্য এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে কনে পক্ষ সালিশ বৈঠকের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক করে। মঙ্গলবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়, আর বুধবার বরযাত্রী কনের বাড়িতে যায়।

কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতার আগেই শরীফ মাহমুদ কৌশলে বিয়ে ভাঙার চেষ্টা করেন। তিনি তার বন্ধুদের সহায়তায় নতুন প্রেমিকাকে পুলিশের কাছে পাঠিয়ে ‘বাল্যবিয়ে হচ্ছে’—এমন অভিযোগ দায়ের করান। এরপর পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হওয়ার পরিকল্পনা করেন।

তবে বিষয়টি আগেই টের পায় কনে পক্ষ। তারা ক্ষুব্ধ হয়ে শরীফ মাহমুদকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলেন এবং তার পরনে থাকা শেরওয়ানি আগুন দিয়ে পুড়িয়ে দেন। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়।

এ ঘটনায় শরীফ মাহমুদ প্রেমের সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তবে কেন তিনি বিয়ে করতে চাননি—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নুসরাত

×