ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মাদারীপুরে সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা,মাদারীপুর

প্রকাশিত: ১০:৫৬, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:০১, ৪ এপ্রিল ২০২৫

মাদারীপুরে সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

মাদারীপুরে শহরের সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সঠিক তথ্য পাওয়া যায়নি। শুক্রবার ভোররাতে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজারের সিটি মার্কেটের উত্তর প্রান্তের একটি দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ধারণা ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। আগুনের লেলিহান শিখা দেখে নাইটগার্ডরা চিৎকার চেঁচামেচি করলে লোকজন মানুষ ছুটে আসে।  তবে মার্কেটের আশপাশে কোন জলাশয় বা ডোবনালা না থাকায় প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে স্থানীয়দের বেগ পেতে হয়। সাথে সাথে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়। আগুণের ভয়াবহতা তীব্র হওয়ায় মাদারীপুর, কালকিনি ও রাজৈরের টেকেরহাট বন্দরের ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা সাথে সাথে ছুটে আসে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “শুক্রবার  ভোররাতে রাত সাড়ে ৩টার দিকে সিটি মার্কেটের সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, স্টেশনারী, প্রসাধনী, হার্ডওয়্যার ও সেনেটারি দোকানসহ অন্তত ১৯ দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। বাণিজ্যিক এলাকা পুরান বাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
 

কানন

×