ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মূল লক্ষ্য অপরাধ নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:০৫, ৪ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন

ঈদের ছুটিতে অনেকেই বিনোদন কেন্দ্রের পাশাপাশি নারায়ণগঞ্জের রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোতে ভিড় জমাচ্ছেন

অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের সহায়তা করার জন্য নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ ও শহীদ মিনারসহ আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এসব সিসি ক্যামেরা বসানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের  কর্মকর্তাবৃন্দ ।
সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান,  নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা কার্যক্রমে সহায়তা, নগরীর যানজট নিরসন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম মনিটরিং করার জন্য নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট চাষাঢ়া বিজয়স্তম্ভ, শহীদ মিনার, চাষাঢ়া থেকে ডাকবাংলো পর্যন্ত, চাষাঢ়া থেকে নুর মসজিদ এবং চাষাঢ়া থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত মোট ১৬টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

তিনি বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে নগরীর যানজট ও যত্রতত্র গাড়ি পার্কিং মনিটরিং করা হবে। একই সঙ্গে নগরীতে  কোনো অপরাধ সংগঠিত হলে সেটি সিসি ক্যামেরায় ধরা পড়বে। এতে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা যাবে। তিনি বলেন, যত্রতত্র গাড়ি পার্কি এবং ইচ্ছেকৃত ভাবে রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জেলা প্রশাসকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×