
লোকায়ত সংগীতের একটি অনন্য ধারার নাম বাউল গান। বাউল গান বাঙালি ঐতিহ্যের ধারক ও বাহক। এটি একটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন গীতি, যা বাংলার মানুষের আত্মার খোরাক। প্রযুক্তি ও সময়ের পরিবর্তন এবং আকাশ সংস্কৃতির দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাউল গান। এই গানকে ধরে রাখতে মুকসুদপুরের প্রভাকরদী খানপাড়ায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে তফসির ফকিরের বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে আয়োজন করা হয় বাউল গানের।
প্রধান অতিথি হিসেবে উক্ত আসরের শুভ উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।
তামজিদ ফকিরের সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত আলী খান, তরিকত ফেডারেশনের মুকসুদপুর শাখার সভাপতি মো. জগলু মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ মল্লিক।
সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী তানজিলা দেওয়ান ও নুরুল ইসলাম সরদার। এ বাউল গান শুনতে উৎসব প্রাঙ্গণ দর্শকদের জন্য পরিপূর্ণ হয়ে ওঠে। মন্ত্রমুগ্ধের মতো বাউল গান উপভোগ করেন দর্শক-শ্রোতাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আব্দুস সালাম খান বলেন, "বাউল ও লোকসংগীত বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। এ দেশের কৃষ্টি ও কালচারের সঙ্গে বাউল গানের পদচারণা আমরা প্রতিটি এলাকায় দেখতে পাই। সাংস্কৃতিক সম্প্রীতির সৌহার্দপূর্ণ মুকসুদপুর বিনির্মাণের লক্ষ্যে, আমাদের নেতা জনাব সেলিমুজ্জামানের নির্দেশে আমরা কাজ করছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।"
নুসরাত