
ছবিঃ সংগৃহীত
একাকী চলাচলে অক্ষম ও শারীরিক প্রতিবন্ধীদের সহায়তায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হুইল চেয়ার প্রদান করেছেন ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) বিকালে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা মো. ইলিয়াস উদ্দিনের কাছ থেকে ইমিগ্রেশন চেকপোস্ট শূন্য রেখায় হুইল চেয়ার গ্রহণকালে আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, বিজিবি জওয়ান লিঙ্কন সিংহ এবং আগরতলা বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আখাউড়া-আগরতলা আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারত ও বাংলাদেশে চলাচলকারী পাসপোর্টধারী অসুস্থ রোগী ও বয়োবৃদ্ধদের সহায়তায় হুইল চেয়ার দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ ওসি আব্দুস সাত্তার।
ইমরান