ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

প্রকাশিত: ০০:৫২, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৫২, ৪ এপ্রিল ২০২৫

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের মূলহোতা গ্রেপ্তার

বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিত অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা আরমান শেখ (২২) নামে এক যুবককে র‌্যাব-৬ উদ্ধার করেছে। এসময় ভিক্টিমকে উদ্ধার করা হয়। পাওয়া যায় মুক্তিপণের টাকা। অভিযুক্ত ও উদ্ধারকৃত ভিক্টিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১ টার দিকে র‌্যাব-৬ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক দুই মাস পূর্বে ভিক্টিমের সাথে এক নারীর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে উক্ত নারী তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেখা করার প্রস্তাব দেয়। এর প্রেক্ষিতে গত ০১ এপ্রিল ভিক্টিম উক্ত নারীর সাথে দেখা করার উদ্দেশ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন জয়ডিহি বাসস্ট্যান্ডে যায় এবং সেই নারীকে ফোন দেয়। উক্ত নারী তখন বুড়িগাংনি বাজারে যাওয়ার জন্য ভিক্টিমকে একটি ভ্যান পাঠায়। উক্ত ভ্যানে চড়ে বুড়িগাংনি বাজারে যাওয়ার পথে মাতারচর নামক স্থানে পৌছালে অপহরণচক্রের মূলহোতা আরমান শেখসহ ৭ জনের একটি দল তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে। 


অপহরণচক্রটি ব্লাকমেইল করার উদ্দেশ্যে ভিক্টিমের পরিহিত কাপড় খুলে ভিডিও করার চেষ্টা করে। ভিক্টিম অনুনয় বিনয় করলে অপহরণ চক্রটি ভিক্টিমকে অমানবিক নির্যাতন করে। এরপর ভিক্টিমের মোবাইল ফোনের মাধ্যমে ভিক্টিমের মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিক্টিমের মা নিরুপায় হয়ে ছেলের প্রাণ বাঁচাতে পনেরো হাজার টাকা বিকাশে পাঠান। 


ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি দল অভিযান শুরু করে। একপর্যায়ে বুধবার (০২ এপ্রিল) র‌্যাব-৬ এর আভিযানিক দল গোয়েন্দা তৎপরতায় সনাক্ত করতে সক্ষম হয় যে, উক্ত অপহরণকারী চক্রটি ভিক্টিমসহ খুলনা জেলার রূপসা থানা এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় খুলনা জেলার রূপসা উপজেলা থেকে ভিক্টিম ও মুক্তিপণের টাকা উদ্ধার করে। এসময় ভিক্টিমের মায়ের সাথে মুক্তিপণের জন্য যোগাযোগের মোবাইল ফোন উদ্ধার করে অপহরণকারী চক্রের মূলহোতা আরমান শেখকে আটক করে। আরমান শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে। 


অভিযুক্ত আরমান শেখ এবং উদ্ধারকৃত ভিক্টিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিফাত

×