
ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে মাদক বিক্রেতার বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে চিহ্নিত মাদক বিক্রেতা মোহাম্মদ হোসেন (৩০) গ্রেফতার হয়।
তার বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ১ কেজি গাঁজা, ২১টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেট, ৪৮টি বাটন ফোন, নগদ ৫ লাখ ৫১ হাজার ৯শ টাকা, ৩টি পাওয়ার ব্যাংক, ১টি ক্যামেরা, ২টি দা, ১টি কুটার, ১টি হ্যামার, ৭টি কালো ইয়াবার খালি প্যাকেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) রাতে মাধবপুর আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে হরিতলা গ্রমের মাদক বিক্রেতা মোহাম্মদ হোসেনের বাড়িতে মাধবপুর আর্মি ক্যাম্পের একদল সদস্য অভিযান পরিচালনা করেন।
পরিচালিত অভিযানে উপজেলার হরিতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন গ্রেফতার হয়। মাদক আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমরান