ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই আহত! 

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০০:২৯, ৪ এপ্রিল ২০২৫

বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই আহত! 

ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) উপজেলার ভুজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মা জুলেখা খাতুন (৫৬) ও ছোট ভাই মাসুম (৩৬) গুরুতর ভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থানা পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত বড় ভাই ইয়াসিন পালিয়ে যান।

স্থানীয় সূত্রগুলো জানায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করেন বড় ভাই ইয়াসিন। 

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাদী পক্ষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান

×