ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ০০:১৯, ৪ এপ্রিল ২০২৫

আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল ইরশাদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক সেবামূলক কার্যক্রমের প্রধান উদ্দেশ্য ছিল গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ডা. মোহাম্মদ রকুল আমিন (রাফিন) ও ডা. আবদুল্লাহ আল মামুন। রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, গ্যাস্ট্রোলজি, হাড় ও বাত রোগের চিকিৎসা, শিশু রোগের পরামর্শসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন ডা. আব্দুল হালিম, লিয়াকত মাস্টার, ইব্রাহিম খলিল, মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্কলার ও ফুলবাড়ীয়া প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, "এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল ইরশাদ ফাউন্ডেশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়।"

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল ইরশাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক, সহসভাপতি হাফেজ আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম মনির, দফতর সম্পাদক মুফতী দিলাওয়ার আহমাদ, প্রচার সম্পাদক হাফেজ নাজমুল হাসান এবং সাহিত্য সম্পাদক মুফতী কাউসার আহমদ রিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল ইরশাদ ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এম.কে.

×