ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রংপুরে পুলিশের নিকট থেকে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২২

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ০০:০৭, ৪ এপ্রিল ২০২৫

রংপুরে পুলিশের নিকট থেকে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২২

ছবিঃ সংগৃহীত

রংপুরে অপহৃত চার শিশুর অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে তোলা হলে তাদের রংপুর কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, চার শিশু অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় অপহরণকারীকে রংপুর রেলওয়ে স্টেশনে আটক করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা অপহরণকারীকে অবরুদ্ধ করে রাখে এবং নিজ হাতে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। পরে রেলস্টেশন সংলগ্ন পোস্ট অফিসের সামনে পুলিশের কাছে থেকে অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় জনতা। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে অপহরণকারীকে থানা হাজতে নিয়ে যায়।

এ ঘটনায় অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলা অনুযায়ী ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রংপুর নগরীর মুসলিম পাড়ার মো. রুবেল (৩৪), মো. হৃদয় (২০), মো. শাহ পরান (২৫), মো. জাহিদ হাসান (১৯), মো. সাদ্দাম হোসেন (৩১), সাকিব হোসেন (১৯), মো. শাহাদৎ হোসেন, শমসের আলী (৩৫), ইসমাইল হোসেন (৪৫), সনু (২৩), সাজু মিয়া (৩৮), জাবেদ (৪৪), জাহিদ গোল্ডেন (২৪), বাদল মিয়া (১৯), সোহেল (২৫), দুলাল মিয়া (২৭), আফসার আলী (২২), সাঈদ হোসেন (২০), শাহজাহান হোসাইন (২৫), আ.হামিদ হিরা (৪৪), নীলফারামী সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকার জাবেদ (৩০) ও পীরগাছা থানার নজর মামুদ এলাকার রেজাউল করিম (৩৭)।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গত ২৮ মার্চ শুক্রবার রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে আদুরী বেগম নামে এক নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে পুলিশ আটক করে। এরপর ওই অপহরণকারীকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

ইমরান

×