ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুমিল্লায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আপন ফুপা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২৩:৪০, ৩ এপ্রিল ২০২৫

কুমিল্লায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আপন ফুপা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ওই স্কুল ছাত্রীর আপন ফুফা দয়াল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দয়াল হোসেন পার্শ্ববর্তী মাছিমপুর গ্রামের মোঃ খোরশেদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ওসি মামুনুর রশিদ। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, স্থানীয় আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী বৃহস্পতিবার তার বাড়ির উঠানে খেলাধুলা করার সময় তার আপন ফুফা দয়াল হোসেন (২৬) ওই স্কুল ছাত্রীকে ১০০ টাকা লোভ দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।

বিষয়টি পরিবারের লোকজন তার পেয়ে দয়াল হোসেনকে আটক করে তিতাস থানায় মামলা দায়ের করে। পুলিশ দয়াল হোসেনকে এ মামলায় গ্রেফতার করে। ওসি মামুনুর রশিদ আরো জানান, গ্রেফতারকৃত দয়াল হোসেনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।

আসিফ

×