
ছবি: সংগৃহীত।
ঈদের ছুটিতে দাদা বাড়ি এসে পানিতে ডুবে নুরুল ইসলাম নামের চার বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে।
নুরুল ইসলামের দাদা বাড়ি বাউফলের নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে। তার বাবার নাম রিয়াজ ব্যাপারী।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা কেরানীগঞ্জ থেকে বাবা-মায়ের সাথে দাদা বাড়ি আসে নুরুল ইসলাম।
ঘটনার দিন বাড়ির সামনের পুকুরে খেলতে গিয়ে নুরুল ইসলাম পুকুরে পড়ে যায়।
দীর্ঘ সময় ধরে শিশু নুরুল ইসলামকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করেন। না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
এরপর স্বজনরা তাকে নব্যউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঈদ আনন্দের মাঝে শিশুটির এমন মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, "এ ব্যাপারে আমি কিছু জানি না।"
নুসরাত