ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

১৯০টি কুরআন বিতরণের মাধ্যমে

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২২:১৩, ৩ এপ্রিল ২০২৫

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ফাউন্ডেশনের যাত্রা শুরু

ছবিঃ সংগৃহীত

'অনুপম প্রজন্ম গড়ার প্রত্যয়ে' ঢাকাস্থ কুমিল্লার তিতাস উপজেলার এক ঝাঁক স্বপ্নচারী মানুষের সমন্বয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মাঝে সমাজ পরিবর্তনের গাইডলাইন অর্থসহ ১৯০টি আল-কুরআন বিতরণের মাধ্যমে তিতাস ফাউন্ডেশন সংগঠনটি আত্মপ্রকাশের যাত্রা শুরু করে ৷

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল তিনটায় কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে নৈতিকতা ভিত্তিক শিক্ষা-সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার বিকাশ: তিতাস উপজেলায় সংকট ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও অর্থসহ কুরআন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও ফাউন্ডেশনের থিম সং পরিবেশন করেন-তিতাসের বিশিষ্ট শিল্পী মাসুম বিল্লাহ ইলিয়াস। কবিতা আবৃত্তি করেন কবি সুমন রায়হান।

উক্ত অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট একেএম মাহবুব মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, তিতাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও অনুষ্ঠিত সভার সভাপতি মো. বিল্লাল হোসেন ও অত্র সংগঠনের মহাসচিব মো. রাসেল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, তিতাস ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মিজানুর রহমান, সাঈদুর রহমান মোল্লা। ব্যবসায়িক ফোরাম আইবিডব্লিউএফ-এর তিতাস উপজেলার সভাপতি মুহাম্মদ সবির হোসেন, শিক্ষক প্রতিনিধিদের পক্ষে বিশেষ অতিথি হিসেবে গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রউফ, জুনাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, গাজীপুর সরকারি খান মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, সিনিয়র শিক্ষক কাজী আনোয়ার হোসেন ও লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সরকার বক্তব্য রাখেন।

তিতাস ফাউন্ডেশনের মৌলিক কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ভাইস চেয়ারম্যান আমির হোসেন, ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল, আওলাদ হোসেন, যুগ্ম মহাসচিব জাকারিয়া শরীফ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ সরকার, ইঞ্জি. মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহসীন মিয়া, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফ অভীক, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আফতাজুর রহমান প্রমুখ। ফাউন্ডেশনের মৌলিক কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ভাইস চেয়ারম্যান আমির হোসেন, ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল, আওলাদ হোসেন, যুগ্ম মহাসচিব জাকারিয়া শরীফ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ সরকার, ইঞ্জি. মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহসীন মিয়া, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আশরাফ অভীক, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আফতাজুর রহমান প্রমুখ।

এ সময়ে তিতাস উপজেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে অবস্থানরত নাগরিকরা এই ফাউন্ডেশনের চালিকাশক্তি এবং সংস্থাটির সেবামূলক কার্যক্রম উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিস্তৃত হবে জানিয়ে অত্র সংগঠনের কমিটির দায়িত্বরত নেতৃবৃন্দরা বলেন, নৈতিকতা ভিত্তিক শিক্ষা-সংস্কৃতির বিকাশ, সমাজ উন্নয়ন ও জনকল্যাণ সাধন এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিতাস উপজেলার সুবিধাবঞ্চিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান, নিয়মিত প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার কাজে সহযোগিতা করা। এছাড়াও তিতাস উপজেলায় স্বাক্ষরতার হার বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষায় গাইডলাইন ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ে সহযোগিতা করা এই ফাউন্ডেশনের অন্যতম কর্মসূচি। সর্বোপরি, তিতাস উপজেলায় সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ ও সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে একটি মানবিক সমাজ বিনির্মাণ করাই আমাদের তিতাস ফাউন্ডেশনের স্বপ্ন।

এতে তিতাস উপজেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ইমরান

×