
১২ কেজি ওজনের একটি কাতল মাছ
পদ্মা নদীতে জেলে আনিস কাজীর জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি নিলামে কেজিপ্রতি ২৯শ’ টাকা দরে বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে আনিস কাজীর জালে ধরা পড়ে এই মাছ। পরে কাতল মাছটি দৌলিতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিলামে সর্বোচ্চ দর ওঠে প্রতি কেজি ২৯শ’ টাকা। সেই হিসেবে ১২ কেজি ওজনের কাতল মাছটি ৩৪ হাজার, ৮শ’ টাকায় স্থানীয় এক ব্যবসায়ী কিনে নেন।