ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রাণীনগরে গলার কাঁটা সরু রেলগেট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ২১:৪৬, ৩ এপ্রিল ২০২৫

রাণীনগরে গলার কাঁটা সরু রেলগেট

রাণীনগর রেল গেটে সব সময়ই লেগে থাকে যানজট

রাণীনগরের গলার কাঁটায় পরিণত হয়েছে রেলগেট ও রেলস্টেশন মোড়। বিশেষ করে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ও রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়ক দুইটি প্রশস্ত না হওয়ায় দুইটি সড়ক দিয়ে ছোট-বড় যানবাহনের চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া প্রতিদিন ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

আর সেই যানজটের কবলে পড়ে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি জেলার পথচারীদের। নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ বগুড়ার কিছু অঞ্চলের মানুষ বর্তমানে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে। ফলে এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই কয়েক হাজার ছোট-বড় যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে।

এ ছাড়া প্রতিদিনই উত্তরবঙ্গ থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীর সঙ্গে যোগাযোগকারী যাত্রীবাহী ও মালবাহী ছোট-বড় ৩০টি ট্রেন চলাচল করে। ফলে সরু রেলগেটের কারণে দিনের সিংহভাগ সময়ই ট্রেন চলাচলে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদের সময় চারদিক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে এবং ট্রেন চলাচলের সময় সরু রেলগেট বন্ধ থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হচ্ছে বাসিন্দাদের।

এতে করে যানজটের শিকার হয়ে প্রতিদিনই হাজার হাজার জনগণের শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অনেক সময় তীব্র যানজটের সৃষ্টি হলে স্থানীয়রা ট্রাফিকের দায়িত্ব পালন করে। 
রাণীনগর রেলস্টেশনের সহকারী মাস্টার আতিকুল ইসলাম বলেন, রাণীনগরের ওপর দিয়ে দিনের বেলায় ব্রডগেজ ও মিটারগেজ মিলে ১৬টি ট্রেন আর রাতের বেলায় ১৪টি ট্রেন চলাচল করে। এ ছাড়া মালবাহী বিভিন্ন ট্রেন তো আছেই। বিশেষ করে দিনের বেলায় ট্রেন চলাচলের সময় ছোট্ট রেলগেটটি অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হয়। এতে করে গেট পার হওয়ার সময় ব্যস্ততম দুইটি সড়ক ও মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এই বিষয়টি আমরাও ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি।

সান্তাহার রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান মোবাইল ফোনে জানান, রাণীনগরের রেলস্টেশন ও রেলগেটসহ আরও কয়েকটি রেলগেট আধুনিকায়ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে আবেদন প্রেরণ করেছি। অনুমোদনের পর সংশ্লিষ্টদের সহযোগিতায় কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, দুইটি ব্যস্ততম সড়কের মাঝে সরু রেলস্টেশন ও রেলগেট মোড় এই দুইটি কারণে উপজেলাবাসীর দ্রুত চলাচলে প্রতিনিয়তই বিঘ্ন ঘটছে।

অধিকাংশ সময় উপজেলার পশ্চিম প্রান্ত থেকে পূর্বপ্রান্তে যেতে রেলগেট এলাকায় এসে দীর্ঘ সময় ধরে যানজটের শিকার হতে হয়। এই দুইটি মোড়কে প্রশস্তকরণ করে কিভাবে যানজটমুক্ত করা যায় সেই বিষয়ে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল জানান, রাণীনগরের ওই দুইটি মোড় প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করা খুবই জরুরি।

×