ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাগেরহাটে সচিবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের কবর জিয়ারত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২১:১১, ৩ এপ্রিল ২০২৫

বাগেরহাটে সচিবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের কবর জিয়ারত

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেছেন সচিব ড. মো. ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে কবর জিয়ারতকালে তাঁর সাথে ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, এড. কাজল, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামিম, জেলা বিএনপি নেতা ইঞ্জি. মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মঈনুল হোসেন, শিক্ষক মিফতা উদ্দীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. কাজী মনোয়ার হোসেন, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শরীফুল হাসান অপু, বিএনপি নেতা শেখ ফজলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, হিজলা ইউনিয়ন বিএনপি নেতা ডা. কাজী অশিকুর রহমান, কাজী শাজাহানসহ অনেকে।

কবর জিয়ারত পরবর্তী, ড. মো. ফরিদুল ইসলাম শহীদ সাব্বির মল্লিকের মা কাকলী বেগম, পিতা মো. শহিদুল মল্লিকসহ পরিবারবর্গকে শান্তনা দেন এবং শহীদ পরিবারের জন্য সরকারি ভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন। সর্বশেষ, উপস্থিত লোকজন নিয়ে মিলাদে অংশগ্রহণ করেন।

নুসরাত

×