ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আবেদ আলী হত্যাকাণ্ডে ১ মাস ১০ দিন পর আসামি আঃ জব্বার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:০৯, ৩ এপ্রিল ২০২৫

আবেদ আলী হত্যাকাণ্ডে ১ মাস ১০ দিন পর আসামি আঃ জব্বার গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় চাঞ্চল্যকর আবেদ আলী হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি দল। গ্রেফতারকৃত আসামি উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের শামছ উদ্দিনের পুত্র আঃ জব্বার (৭০)।

২ এপ্রিল (বুধবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আঃ জব্বারকে গ্রেফতার করে র‌্যাবের আভিযানিক দলটি এবং পরে তাকে তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়। এরপর ৩ এপ্রিল (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।

তারাকান্দা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস জনকণ্ঠকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টায় তারাকান্দা থানাধীন ৫নং বালিখাঁ ইউনিয়নের বড়ইবাড়ী গ্রামে শহিদ মিয়ার ফিসারির সংলগ্ন ডোবায় এক বৃদ্ধের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে নিহত আবেদ আলীর মেয়ে মোছাঃ রোকিয়া বেগম (৩৭) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে তারাকান্দা থানার মামলা নং-১৮ রুজু হয়।

পরবর্তীতে তদন্তকালে আবেদ আলীর কল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এবং তারাকান্দা থানার যৌথ আভিযানিক দল হত্যাকাণ্ডের সাথে জড়িত পশ্চিম পাগুলী গ্রামের আরশাদ আলী (৪৫) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আরশাদ আলী জানায়, সে ও তার সহযোগী ইয়াকুব আলী এবং আঃ জব্বার মিলে আবেদ আলীকে হত্যা করেছে। এরপরই র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালিয়ে আঃ জব্বারকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আবেদ আলী হত্যা মামলায় এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নুসরাত

×