ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুন্দরবনের শুঁটকি পল্লীতে জেনারেটরের বিদ্যুতে জেলের মৃত্যু 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:৪২, ৩ এপ্রিল ২০২৫

সুন্দরবনের শুঁটকি পল্লীতে জেনারেটরের বিদ্যুতে জেলের মৃত্যু 

ছবিঃ সংগৃহীত

সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলারচরের আলোরকোল শুঁটকি পল্লীতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিলিপ চন্দ্র (৪০) নামে এক জেলে মারা গেছেন। 

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকালে তার মরদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। বুধবার রাতে কোন এক সময়ে জেনারেটরের বিদ্যুতে তিনি মারা যান বলে বন বিভাগ জানিয়েছে।

নিহত জেলে খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের শৈলেন্দ্র নাথের ছেলে। 

দুবলার ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, সকালে জেনারেটরের তারের পাশে দিলিপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন জেলেরা। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ঘুমের মধ্য জেলে ঘরের জেনারেটরের তারের সংস্পর্শে গেলে বিদ্যুতে মৃত্যু হয় তার।

জেলেপল্লী দুবলার বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, মরদেহটি ফিশারমেন গ্রুপের ব্যবস্থাপনায় তার বাড়িতে পাঠানো হয়েছে।

ইমরান

আরো পড়ুন  

×