ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাউফল যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েতকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৩৮, ৩ এপ্রিল ২০২৫

বাউফল যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েতকে কারণ দর্শানোর নোটিশ

বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েতকে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বশির পঞ্চায়েত দায়িত্বশীল পদে থেকে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে ইউনিয়ন যুবদলের পদ-পদবি উল্লেখ করে ব্যানার ও ফেস্টুন প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।

জেলা যুবদল জানায়, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নজরে এসেছে।

সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা রক্ষার্থে বশির পঞ্চায়েতের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশের ব্যাখ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খানের নিকট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলা যুবদলের অনুমোদন ছাড়া বাউফল উপজেলার কোনো ইউনিয়ন যুবদলের কমিটি গঠিত হয়নি।

এই বিষয়ে জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, “সংগঠনের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। কেউ ব্যক্তিস্বার্থে যুবদলের নাম ব্যবহার করে যদি সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা যুবদল আরও জানায়, সংগঠনের নিয়মবহির্ভূত কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। গঠনতন্ত্র লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

এম.কে.

আরো পড়ুন  

×