ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

উৎসবমুখর পরিবেশে বগুড়ায় প্রাক্তনদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ২০:২৩, ৩ এপ্রিল ২০২৫

উৎসবমুখর পরিবেশে বগুড়ায় প্রাক্তনদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী। সরকারি আজিজুল হক কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "এই ক্যাম্পাসের দিনগুলো ছিল জীবনের সেরা সময়।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চানসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন, যেখানে সংগীত, আবৃত্তি ও নৃত্যের পরিবেশনায় মেতে ওঠে তরুণরা। পুরো আয়োজন পরিণত হয় এক স্মৃতির মেলায়, যেখানে শিক্ষার্থীরা ফিরে যান তাদের ক্যাম্পাস জীবনের রঙিন দিনগুলোতে।

নুসরাত

আরো পড়ুন  

×