
ছবি: জনকণ্ঠ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ চলবে না। বিএনপির একটাই দাবি—দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা।
তিনি বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খায়ের ভূঁইয়া বলেন, সেটি সরকার বা জনগণের বিষয়। কাউকে বাদ দেওয়া বা না দেওয়া আমাদের কাজ নয়।
তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, লক্ষ্মীপুরের রায়পুর থানায় লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। এসব লুট হওয়া অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি দ্রুত এসব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এম.কে.