
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোরামে তিনি কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।
তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, "চাকরির আশায় সময় নষ্ট না করে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যেতে হবে। তবেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।"
তিনি বর্তমান প্রজন্মকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উল্লেখ করে পরামর্শ দেন, "শুরুতেই বড় পরিসরে ব্যবসায় নামা ভুল সিদ্ধান্ত হতে পারে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তাই ছোট পরিসর থেকে উদ্যোগ শুরু করতে হবে।"
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
আসিফ