ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জমি নিয়ে বিরোধের জেরে চাচির ধর্ষণ মামলা, ভাতিজার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ২০:২১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২১, ৩ এপ্রিল ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে চাচির ধর্ষণ মামলা, ভাতিজার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের আদিতমারীতে নিঃসন্তান দম্পতির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। তবে মামলা দায়েরের আগে কোনো তদন্ত হয়নি বলে দাবি করেছেন অভিযুক্ত ভাতিজা ও তার পরিবার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ভাতিজা মাইদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তার বড় চাচা ইসরাইল আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান।

তিনি বলেন, "আমার ছোট ভাই ইউনুস আলী ও এরশাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে বুধবার সকালে তাদের স্ত্রীদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, যা স্থানীয়রা মীমাংসা করে দেয়। কিন্তু দুপুরে এরশাদুল থানায় গিয়ে আমার ভাতিজা মাইদুল, তার বাবা ইউনুসসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করে।"

ভাতিজা মাইদুল ইসলাম বলেন, "সাধারণ পারিবারিক বিরোধ থেকে এমন একটা গুরুতর মিথ্যা অভিযোগ আসবে, এটা কল্পনাও করিনি। আমাদের বিরুদ্ধে পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলা নথিভুক্ত করেছে। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি।"

তবে মামলার বাদী এরশাদুল হক বলেন, "আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে মাইদুল। সে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে মাইদুলের বাবা-মা ও পরিবারের অন্যরা তাকে মারধর করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।"

এ বিষয়ে আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, "বাদীর অভিযোগ কিছুটা সত্যতা পেয়েই তাৎক্ষণিকভাবে ধর্ষণ চেষ্টার মামলা নেওয়া হয়েছে। পরবর্তী তদন্তে অভিযোগ সত্য না হলে তা খারিজ হয়ে যাবে, আর সত্য হলে অভিযোগপত্র দেওয়া হবে। ধর্ষণের চেষ্টার ঘটনায় সাধারণত প্রত্যক্ষদর্শী থাকে না, তাই অভিযোগ পেলে তাৎক্ষণিক মামলা নিতে হয়।"

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানালেও মামলার বাদী তার অভিযোগে অনড় রয়েছেন।

নুসরাত

আরো পড়ুন  

×