
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন (৭২) নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রবীণ এই রাজনীতিকের অকস্মাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের অনুভূতি বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পৌর এলাকার নতুনহাটি গ্রামের বাসিন্দা খন্দকার মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর উপজেলা থেকে মাছিমনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন মোটরসাইকেল আরোহী বাহারুল ইসলাম বাহার।
দুপুরে দড়িভেলানগর কবরস্থান রোডে পৌঁছালে হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ হাসান বলেন, "রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখি, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।"
বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মূসা গভীর শোক প্রকাশ করে বলেন,
"খন্দকার মোশাররফ হোসেন ছিলেন একজন নির্লোভ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তিনি সবসময় মোটরসাইকেলে চলাফেরা করতেন। আজকের এই দুর্ঘটনা আমাদের জন্য এক গভীর বেদনার দিন। তার অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার অবদান আমরা আজীবন মনে রাখবো।"
খন্দকার মোশাররফ হোসেনের অকাল প্রয়াণে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারকে সান্ত্বনা দিতে বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সবাই।
নুসরাত