ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পাহাড়ের বড় সমস্যা হলো চাঁদাবাজি, সারাদেশের সন্ত্রাস ও চাঁদাবাজকে কঠোর হস্তে দমনের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি 

প্রকাশিত: ১৮:৪১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৪২, ৩ এপ্রিল ২০২৫

পাহাড়ের বড় সমস্যা হলো চাঁদাবাজি, সারাদেশের সন্ত্রাস ও চাঁদাবাজকে কঠোর হস্তে দমনের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা (৩রা এপ্রিল) লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এই এলাকার বড় সমস্যা হলো চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে এখানে অনেক উন্নয়ন কর্মকাণ্ড-ব্যাহত হচ্ছে। সারা দেশের সন্ত্রাস ও চাঁদাবাজকে কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙখলা বাহিনী ও লোকাল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। পাহাড় ও সমতলে কোথাও অবৈধ অস্ত্র নিয়ে থাকতে পারবেনা।

তিনি বৃহস্পতিবার (৩রা এপ্রিল) দুপুরে বিজিবি রাঙ্গামাটি সেক্টর হেডকোয়াটারে এক সাংবাদিক সন্মেলনে এ কথা বলেছেন। 

তিনি বলেন, এখাানে আসার পার দেখলাম যে এখানে উন্নয়ন হয়েছে শহর কেন্দ্রিক অথচ প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এলাকার এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই এখানে উন্নয়ন করতে হবে। টাকা যেন গরিবের হাতে যায়। কোন ভাবে যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি কোন অবস্থাতেই টলারেট করা হবেনা। এখানে অনেক জায়গা পড়ে আছে যা চাষাবাদ ও মৎস্য চাষ করা যাবে। এখানে অনেক বনাঞ্চল খালি পড়ে আছে সেখানে বন সৃষ্টি করতে হবে। সন্ত্রাস সর্ম্পকে বলেন, এখানে যারা বড় বড় কথা বলেন তারাই সন্ত্রাসের সঙ্গে জড়িত। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। বাঘাইহাট ও দীঘিনালায় সেনাবাহিনী কৃষকদের সবজি চাষের প্রশিক্ষণ দিচ্ছে।

ভারতের মিডিয়ার নিউজ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বারাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন। এরা সবসময় গুজব ছড়াচ্ছে। আপনারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। যাতে দেশবাসী সঠিক তথ্য পায়। 

সম্প্রতি সাজেকে আগুন লেগে পুড়ে গেছে সেখানে একটি ফায়ার স্টেশন করার কথা বলেছেন । এই সময়ে তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমুখ। 

তারা বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাইহাটের স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গেও মত-বিনিময় করেছেন।  

ইমরান

×