ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পানি ছিটিয়ে কাদামাটিতে মিশে বৃষ্টি কামনা

মো. সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৮:৩১, ৩ এপ্রিল ২০২৫

পানি ছিটিয়ে কাদামাটিতে মিশে বৃষ্টি কামনা

ছবি: সংগৃহীত।

মাথার ওপর পানি ছিটিয়ে, কাদামাটিতে মিশে, "আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লাহ"—এই গানের সুর ধরে গ্রামবাসীরা বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেছেন। এতে গ্রামের শিশু, যুবক, নারী ও পুরুষ সবাই অংশ নেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌর শহরের নারায়ণপুর গ্রামের লোকজন বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এরপর শিশু-কিশোররা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে নেচে-গেয়ে উঠোনে পানি ছিটিয়ে চাল ও টাকা সংগ্রহ করে। রাতে সেই চাল ও টাকা দিয়ে তাবারক তৈরি করে গ্রামবাসীদের মাঝে বিতরণ করা হবে।

নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. জিন্নাত আলী (৬০) বলেন, "এ বছর আখাউড়ায় এখনো বৃষ্টি হয়নি। পূর্বপুরুষদের রীতি অনুযায়ী বৃষ্টির জন্য এই প্রার্থনা করা হয়।"

মোহাম্মদ টিপু সুলতান (৩৫) জানান, "ছোটবেলা থেকেই দেখে আসছি, বৃষ্টি না হলে পানি ছিটিয়ে কাদা মেখে আল্লাহর কাছে প্রার্থনা করলে বৃষ্টি হয়। তাই আমরা এই আয়োজন করেছি।"

আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, "এই রীতি আমাদের গ্রামে বহু বছর ধরে চলে আসছে। অনাবৃষ্টির সময় গ্রামের শিশু-কিশোর ও যুবকরা বৃষ্টির জন্য এই আয়োজন করে থাকে।"

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু বলেন, "দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে আগে বৃষ্টির জন্য নামাজ, জিকির, শিন্নি বিতরণ, ব্যাঙের বিয়েসহ নানা আচার-অনুষ্ঠান পালন করা হতো। তারপর দেখা যেত, বৃষ্টিও হতো। কিন্তু কালের পরিক্রমায় এসব রীতি আজ বিলুপ্তির পথে।"

সায়মা ইসলাম

×