
ছবি: সংগৃহীত।
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে খেয়া নৌকা পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে নৌকাটি ডুবে যায়, এতে তিনজন নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় বিল্লাল মণ্ডল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বিল্লাল মণ্ডল কুলকান্দি মধ্যপাড়ার শামসুল মণ্ডলের ছেলে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, "দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর বিল্লাল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান।"
সায়মা ইসলাম