ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৬:০১, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৮, ৩ এপ্রিল ২০২৫

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে জেলার চৌদ্দগ্রামের লাটিমি বাঁশতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩-৪ দিন ধরে ওই এলাকায় ৬৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনের পূর্ব পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লাশের সুরত হাল প্রস্তুতকারী চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ নুরুন্নবী জানান, লাশের বাম হাতের অংশে সামান্য আঘাতের দাগ রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

মারিয়া

×