ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জায়গা নিয়ে বিরোধঃ পটিয়ায় প্রবাসীসহ  দুইজনকে পিটিয়ে রক্তাক্ত 

নিজস্ব সংবাদদাতা,পটিয়া

প্রকাশিত: ১৫:৩৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪০, ৩ এপ্রিল ২০২৫

জায়গা নিয়ে বিরোধঃ পটিয়ায় প্রবাসীসহ  দুইজনকে পিটিয়ে রক্তাক্ত 

ছবি: সংগৃহীত

 পৈত্রিক জায়গা নিয়ে বিরোধের জের ধরে  চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীসহ দুইজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার বড়লিয়া ইউনিয়নের পুর্ব পেরলা গ্রামের মৃত নুর আহম্মদের পুত্র এয়াকুব নবী (৪৫) ও তার ছোট ভাই আয়ুব নবী (৪২)। আহতদের প্রথমে পটিয়া উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, উপজেলার পুর্ব পেরলা গ্রামের এয়াকুব নবীর পৈত্রিক জায়গা নিয়ে একই এলাকার সাজ্জাদ হোসেন আসিফের মধ্যে বিরোধ চলে আসচ্ছিল।  এই বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে অতর্কিতভাবে প্রবাসী ও তার ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।  
এ ঘটনায় হামলার শিকার এয়াকুব নবী বাদী হয়ে পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

পটিয়া থানার উপ পরিদর্শক  কামরুজ্জামান বলেন, জায়গার বিরোধের জের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। 

মামলার বাদী এয়াকুব নবী অভিযোগ করেছেন, জায়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষ অতর্কিতভাবে তাদের উপর হামলা করেন। 
 

কানন

×