ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চিতলমারী উপজেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।

প্রকাশিত: ১৪:১২, ৩ এপ্রিল ২০২৫

চিতলমারী উপজেলা শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার 

বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমানকে (৫০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) চিতলমারী থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, এলাকায় অস্থিরতা সৃষ্টি ও দেশবিরোধী নানা কার্যক্রমের অভিযোগে তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় ৩৯ জন এজাহার ভুক্ত আসামির মধ্যে আড়ুয়াবর্ণী গ্রামের এই আতিয়ার শেখ অন্যতম। সে তার বংশীয় প্রভাব কাটিয়ে চিতলমারী সদর বাজারসহ আশেপাশে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, চিতলমারীর খাগড়াবুনিয়া গ্রামের ইমান মোল্লা বাদী হয়ে গত ০৬ মার্চ ২০২৫ আতিয়ার শেখসহ ৩৯ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা করেন। এ মামলায় তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সজিব

×