ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কারাগারে ঈদে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৩:০৫, ৩ এপ্রিল ২০২৫

কারাগারে ঈদে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

ছবি সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের স্বজনদের ফুল দিয়ে বরণ করেছেন লালমনিরহাট জেলা কারাগারের কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দিদের জন্য বাড়ি থেকে আনা খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, কারাগারের পক্ষ থেকে বন্দিদের দেয়া হয়েছে বিশেষ খাবার।

বুধবার ঈদের তৃতীয় দিন বিকালে লালমনিরহাট জেলা কারাগারের ভেতরে এমন এক সুন্দর দৃশ্য দেখা গেছে। বন্দির স্বজনরা নিজেদের রান্না করা পোলাও, মাংস, মিষ্টান্নসহ নানা ধরনের খাবার নিয়ে এসেছিলেন। খাবারগুলো প্রথমে নিয়মিতভাবে পরীক্ষা করা হয় এবং পরে তা বন্দিদের কাছে পৌঁছে দেয়া হয়।

এছাড়া, ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষ মহিলা বন্দীদের তাদের মায়ের সঙ্গে শিশু, দুঃস্থ অসহায় বন্দী এবং মানসিক ভারসাম্যহীন বন্দীদের মাঝে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, জামা ও লুঙ্গি বিতরণ করেছে। একই সময়ে, বন্দিদের স্বজনদের অভ্যর্থনা জানাতে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ফুল, শিশুদের চকলেট এবং দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

কারাগারের একটি সূত্র জানায়, ঈদের তৃতীয় দিন পর্যন্ত বন্দির বাড়ি থেকে রান্না করা খাবার গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বন্দিদের আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ উপলক্ষে সাক্ষাৎ এবং মোবাইলে কথা বলারও সুযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আব্দুল্লাহীল ওয়ারেস বলেন, ডিআইজি প্রিজন্স রংপুর, জেলা প্রশাসক, ও জেল সুপার মহোদয়ের সময়োপযোগী দিক নির্দেশনা মেনে আগামীতে ভালো কাজের এ ধারা অব্যাহত থাকবে এবং লালমনিরহাট কারাগার একটি আধুনিক সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

কারা কর্তৃপক্ষের এমন আয়োজন দেখে বন্দিদের সাথে দেখা করতে আসা স্বজনরা অত্যন্ত খুশি। বড়বাড়ি ইউনিয়নের ৬০ বছর বয়সী জেলেখা খাতুন জানান, তার ছেলে জাহেদুল (৩২) পারিবারিক কারণে ৬ মাস ধরে কারাগারে রয়েছেন। ঈদের তৃতীয় দিন তাকে খাবার দিতে এসে কোনো সমস্যা হয়নি, কারা কর্তৃপক্ষের এমন আয়োজন দেখে তিনি সন্তুষ্ট।

আশিক

×