ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

খানা বাড়ি স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)

প্রকাশিত: ১০:৫৯, ৩ এপ্রিল ২০২৫

খানা বাড়ি স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় খানা বাড়ি স্টেশনে নরসিংদী কমিউনিটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার খানা বাড়ি রেলস্টেশন এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল আলীম টিপু, ৬ নং ওয়ার্ড মেম্বার আলকাস প্রদান, ৯ নং ওয়ার্ড মেম্বার দ্বীন ইসলাম, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ শিকদার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামিল সৈকত, মির্জা আনোয়ার হোসেন, নাজদা ইয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী নূর মোহাম্মদ, সমাজ সেবক ফারুক মিয়া, ছাত্রনেতা ফয়সাল আহমেদ সোহেল প্রমুখ।

বক্তারা তাদের বক্তৃতায় বলেন, "প্রথমে আমরা রেল উপদেষ্টাকে ধন্যবাদ জানাই নরসিংদী কমিউনিটি ট্রেনটি চালু করার জন্য, যা নরসিংদী বাসীর দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ট্রেনটি চালু হলেও খানা বাড়ি স্টেশনে যাত্রা বিরতি না থাকায় আমরা এখানে বাস করা মানুষরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি।"

তারা রেল উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়ে বলেন, "যত দ্রুত সম্ভব খানা বাড়ি স্টেশনে নরসিংদী কমিউনিটি ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করা হোক, যাতে এলাকার মানুষজন এটার সুবিধা পেতে পারে।"

আশিক

×