ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ মালিহা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১০:৪৯, ৩ এপ্রিল ২০২৫

নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ মালিহা

ছবি সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে মালিহা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মালিহা ওই গ্রামের মৃত বাদশা খানের নাতনি ও মৎস্যজীবী মো. রাসেল হোসেনের মেয়ে। সে স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মালিহা তার নানা বাড়ির সামনে থাকা জম্বদ্বীপ খালে গোসল করতে নামে। স্রোতের টানে এক পর্যায়ে সে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

পরে বিকেলে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আশিক

×