ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রাইভেটকার-মটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, বেনাপোল :

প্রকাশিত: ১০:৩৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৩৮, ৩ এপ্রিল ২০২৫

প্রাইভেটকার-মটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার নামক স্থানে প্রাইভেটকার-মটরসাইকেল দুর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (০২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় জীবন হারান তারা।

নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল এবং একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ফুটপাথ থেকে সড়কে উঠছিল আর বেনাপোল থেকে দ্রুতগতিতে মটরসাইকেল আরোহীরা নাভরন বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেলে থাকা ২ আরোহী মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলে নিহত হয়।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, বেপরোয়া যানবাহন চলাচল রোধে সড়কে হাইওয়েতে পুলিশের তদারকি কম। এতে প্রায়ই দুর্ঘটনায় জীবন হারাচ্ছে মানুষ।

নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আলামত হিসেবে মটরসাইকেল জব্দ করা গেলেও প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে বেনাপোলের দিকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মারা যায় দুই মটরসাইকেল আরোহী।নিহতের স্বজনেরা জানান, ঈদ আনন্দ কাটাতে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মারা যায় দুই বন্ধু। অসর্তকতা আর সড়কে পুলিশের তদারকি কম থাকায় দুর্ঘটনা বাড়ছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জীবন মালাকার জানান, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তারা হাসপাতালে আসার আগেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, বাইকের অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। সড়ক দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু তারা নিয়ম মানছে না। এক্ষেত্রে অভিভাবকদের আরো সতর্ক হতে হবে।

আফরোজা

×