ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সাটুরিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ০১:০৬, ৩ এপ্রিল ২০২৫

সাটুরিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবিঃ প্রতীকী অর্থে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামে পানিতে ডুবে রুমান হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুমান সাটুরিয়ার পৌলশুরা গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুমান তার ফুফুর বাড়ি হাজীপুর গ্রামে বেড়াতে গিয়েছিল। বুধবার বিকেলে ফুফাতো ভাইদের সঙ্গে ফুটবল খেলছিল সে। খেলা শেষে গোসল করতে পুকুরে নামলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ‌।

ইমরান

×