ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মধুপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজীর অর্থদণ্ড!

হাফিজুর রহমান, নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল:

প্রকাশিত: ০০:৫৩, ৩ এপ্রিল ২০২৫

মধুপুরে বাল্যবিয়ে বন্ধ, কাজীর অর্থদণ্ড!

টাঙ্গাইলের মধুপুরে একটি বাল্যবিয়ে বন্ধ করার পাশাপাশি কাজীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১লা এপ্রিল) উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তি নগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি, রিফাত আনজুম পিয়া জানিয়েছেন, বাল্যবিবাহ সংঘটিত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পান। ১৫ বছরের অপ্রাপ্তবয়স্ক এক শিশুকন্যাকে বিয়ে দেওয়ার অপরাধে তার পরিবারের সদস্য শামীম এবং বিয়ে পড়ানোর কাজে উপস্থিত কাজীকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে না দেওয়ার জন্য মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় অরণখোলা পুলিশ ফাঁড়ির একটি দল, এসআই বেলাল নেতৃত্বে সহায়তা প্রদান করেন।

নুসরাত

×