
ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল মোল্লা (২৬) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (২ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠান্ডু মোল্লা ও মিজান মোল্লার পক্ষের মধ্যে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হন।
গুরুতর আহত রফিকুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "ঠান্ডু মোল্লার লোকজনের সঙ্গে মিজান মোল্লার লোকজনের মধ্যে পেঁয়াজ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।"
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
নুসরাত