
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়দুল ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সব সময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। হিন্দুরা সব সময় বিএনপির সহযোগিতা পাবে।
বুধবার (২রা এপ্রিল) সকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল শামা ওবায়েদের সাথে মত বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন। বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে অবস্থিত সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের পৈত্রিক বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শামা ওবায়েদ হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা নিজেদেরকে কোন সময় সংখ্যালঘু ভাববেন না। আপনারা এই দেশেরই মাটিতেই জন্ম গ্রহণ করেছেন। আপনারা এই দেশেরই নাগরিক। আমরা সবাই একসাথে বসবাস করছি ভবিষ্যতেও বসবাস করব। বিএনপি কোন দিন কোন অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দেয় না। হিন্দু সম্প্রদায়ের কারো উপর যদি কখনো অন্যায় করার চেষ্টা করা হয় বিএনপি সেটা রুখে দেবে। বিএনপি এইসব অত্যাচারকে বরদাস্ত করে না। আমার পিতা কেএম ওবায়দুর রহমানের কাছেও কোন হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল না আমিও হিন্দু মুসলিম ভেদাভেদ করিনা।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল তালুকদার, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় কর, সদস্য সচিব অরুপ চক্রবর্তী, সদস্য সঞ্জয় দে, রামাপদ ঘোষ, সনজিত দাস প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ফ্রন্ট নেতারা শামা ওবায়েদকে সাথে নিয়ে ফরিদপুরেরর কৃতি সন্তান বিএনপি'র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
রিফাত