ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুরে প্রশাসনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

সোহাইল আহ‌মেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবা‌ড়িয়া

প্রকাশিত: ২৩:৪৮, ২ এপ্রিল ২০২৫

বাঞ্ছারামপুরে প্রশাসনের পক্ষপাতিত্বের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাবের সদস্যদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনীর পর এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রশাসনের একটি চক্র আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন এবং বিএনপি নেতাকর্মীদের দমন-নিপীড়নে সক্রিয়ভাবে কাজ করছে।

ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী, কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএন‌পির সভাপ‌তি কৃষিবিদ মে‌হেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম (ভিপি) মুছা, পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ এস.এইচ.জেড শুকড়ী সেলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর র‌শিদ (আকাশ), পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, "দেশের জনগণ স্বৈরাচারের অবসান ঘটিয়েছে, কিন্তু এখনো প্রশাসনের কিছু দালাল তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করে, তবে তাদের কড়া জবাব দেওয়া হবে। যারা আওয়ামী লীগের পতনের পরও তাদের স্বার্থ রক্ষায় লিপ্ত, তাদের ভবিষ্যৎ ভালো হবে না।"

একেএম (ভিপি) মুছা বলেন, "বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের হোতারা এখনো প্রশাসনের ছত্রছায়ায় রয়ে গেছে। নয়ন হত্যার আসামি ও চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জনগণ আর অন্যায় সহ্য করবে না। প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে জনগণই ন্যায়বিচারের ব্যবস্থা করবে।"

পৌর যুবদলের সভাপতি এমদাদুল হক সাঈদ বলেন, "প্রশাসন যদি আওয়ামী ঘরানার দুর্বৃত্তদের রক্ষা করার ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে জনগণের প্রতিরোধের মুখে তারা টিকতে পারবে না। আমরা আর অন্যায় বরদাশত করব না। প্রশাসন যদি বিএনপিকে বাদ দিয়ে একতরফা নীতি অনুসরণ করে, তাহলে আমরা শক্ত হাতে তার জবাব দেব।"

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয় এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা চালায়, তাহলে বিএনপি রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"

তারা প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান এবং জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

নুসরাত

×